প্রথমবারের মতো দীর্ঘস্থায়ী কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপনে সাফল্য এসেছে ফ্রান্সে। দেশটির চিকিৎসা উপকরণ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান তৈরি করে ওই হূৎপিণ্ড একজন ৭৫ বছর বয়সী ব্যক্তির শরীরে চলতি সপ্তাহে প্রতিস্থাপনের পর তাঁর অবস্থার বেশ উন্নতি হচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা গত শনিবার এ খবর জানিয়েছেন। প্যারিসের জর্জ পম্পাদু হাসপাতালের ১৬ জন চিকিৎসকের একটি দল গত বুধবার এক অস্ত্রোপচারের মাধ্যমে ওই কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপন করে। তাঁদের আশা, রোগীটি শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কৃত্রিম...

